বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো, নাটোর জেলার সদর উপজেলার চক শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁর ছেলে সোহেল খাঁ (৪৪) ও দক্ষিণ বড় গাছা এলাকার মমত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।

Md Nurjaman Mia
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?
Md Nurjaman Mia
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?