মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন:
* আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব।
* পরের মাস থেকে নতুন কিছু শিখব।
* আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব।
* পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব।
কিন্তু ওই "একদিন" কখনোই আসে না আপনার জীবনে। আর এই "অপেক্ষা", এই "আগামীকাল" আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক।
