৪পর্ব, এভাবে ঝগড়া করে দিন যাচ্ছে, হঠাৎ একদিন জানতে পারলাম আমি ২ য় বার গর্ভবতী, আমার মাথার উপর আকাশ ভেঙে পরে,আমার জীবন তো এমনি শেষ আবার একটা ঝামেলা, সবসময় চিন্তা থাকতাম, দিন দিন অসুস্থ হয়ে পরছি দেখে জামাই আমাকে সাহস দেয় আমার কাছে কিছু টাকা ছিলো ঐটা দিয়ে ডাক্তার দেখায়, আমি ভেবেছিলাম হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু যখন টাকা গুলো শেষ হয় তখন আমায় বলে আমাকে,৫০ হাজার টাকা জোগাড় করে দিতে আমি কোথায় থেকে দিতো, আমি না করে দেই, পরে বলে আমার জিনিস বিক্রি করে দিতে, আমি না করে দেই, তারপর থেকে আমার জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড়, এখন আমার মাথা কাজ করে না আমি কি করবো কোথায় যাবো, আমার শরীর অনেক দূর্বল কিন্তু আমার জামাই আমার পাশে নাই,
পরা

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd