পর্ব -২, - নিজের জন্য একটা ভালো কাপড় কিনতাম না, ও যা দিতো তাই পরতাম, মাটির ব্যাংক টাকা জমাতাম আমি, আর ঝগড়া হলেই টাকা নিয়ে সব ওর মাকে দিয়ে দিতো, খুব কষ্ট হতো, তার পরেও আবার জমাতাম, এভাবে ৩ বছরে ৩ লাখ টাকা হয়েছে আর প্রতি বার টাকা ওর মার হাতে যেতো, তারপর আর টাকা জমাই নাই, কিন্তু সব সময় ওর মার সাথে মিলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতো,আমাকে রাখতে বে না বলতো, এভাবে চার বছর কাটে, কখনো ঝগড়া হলে আমি আমার বাবা মা কে জানাতাম না ওই জানাইতো,বলতো আমাকে নিয়া যাইতে আইসা, আমি ওদের আসতে দিতাম না, একটা পর্যায়ের টাকা, ফার্নিচার চাইলে তাও দিয়ে যায়,তারপরে আমার সাথে ঝগড়া হতো,ওর বাবা মার একমাএ ছেলে ও, একটা সময় চাকরি চলে যাওয়া,

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd