"পুরনো সেই চিঠি "গল্পের বাকি অংশ

আমি চিঠিটা হাতে নিয়ে কাঁপতে লাগলাম। ১৯৭১! তখনো তো আমার জন্মই হয়নি।
কিন্তু প্রেরকের নামটা দেখে চোখ কপালে উঠলো— আবু তাহের।
আমার দাদু!
যিনি স্বাধীনতা যুদ্ধের সময় নিখোঁজ হয়েছিলেন… আর কখনো ফেরেননি।
আমি দ্রুত ক্যালেন্ডার তাকিয়ে দেখি— আজকের তারিখ ২৬ মার্চ, ২০২৫।
চিঠির নিচে আরও একটা লাইন ছিলো—
“চিঠিটা তুমি পড়লেই আমি তোমার সামনে হাজির হবো…”
পেছনে হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ শুনলাম।

(চলমান ) পৃষ্ঠা ১ #গল্প,#তুমি_শেষ_করো,#পুরনো_চিঠি,#রহস্য_গল্প,#ভবিষ্যতের_বার্তা,#গল্পের_শেষ_নেই#বাংলা_গল্প,#ইন্টার‍্যাক্টিভ_গল্প,@flower,@highlight, #bestgolpo, #best

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd