ভালোবাসা, রহমত আর মানবিকতার বিশেষ দোয়া

اللهم اجعل قلبي مليئاً بالمحبة والرحمة والنور، واهدني إلى طريق الخير، وارزقني أن أكون نافعاً لعبادك، برحمتك يا أرحم الراحمين.

উচ্চারণ:
“আল্লাহুম্মাজ‘আল ক্বালবি মালি’আন বিল মাহাব্বাতি ওয়ার রাহমাতি ওয়ান নূর, ওয়াহদিনি ইলা ত্বারীকিল খাইর, ওয়ারজুকনি আন আকূনা নাফিআন লি‘ইবাদিক, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।”

বাংলা অর্থ:
"হে আল্লাহ! আমার হৃদয় ভালোবাসা, দয়া ও নূরের আলোয় ভরে দাও।
আমাকে কল্যাণের পথে পরিচালিত করো।
আমাকে মানুষের জন্য উপকারী বানিয়ে দাও।
হে দয়ালু, হে সবচেয়ে দয়াশীল, তোমার রহমতের মাধ্যমে।"

এটা প্রতিদিন সকাল বা রাতে একবার।

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd