একদিন এক বৃদ্ধ মসজিদের উঠানে বসে কুরআন তিলাওয়াত করছিলেন। ছোট্ট এক ছেলে তাঁর কাছে এসে বললো, “চাচা, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই।” বৃদ্ধ হাসিমুখে বললেন, “ইসলাম মানে আল্লাহকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। তুমি যদি কারো ক্ষতি না করো এবং দয়ালু হও, তাহলে তুমি ইসলামের পথে আছো।” ছেলেটি খুশি হয়ে বললো, “আমি আজ থেকেই এমন চেষ্টা করবো!” বৃদ্ধ দোয়া করলেন, “আল্লাহ তোমাকে সফল করুন।”