"মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে ১০০ বার ভাবুন।
যে মানুষ মিথ্যুক, সে মানুষ প্রতারকও।
যে মানুষ অন্যকে ঠকায়, সে একদিন আপনাকেও ঠকাবে।
যে মানুষ অন্যের কুৎসা রটায়,সে আপনারও কুৎসা রটাবে।
আপনি যদি তার কাছে প্রয়োজন হোন,সে আপনাকে সম্পর্কের শুরু আগেই অনেক যত্ন দেখাবে।
প্রয়োজন ছাড়া সে আপনার কখনো খোঁজ নেবে না।
আরো অনেক উদাহরণ আছে আপনার আশেপাশেই।
একা থাকুন,নিরাপদে থাকবেন।
এমন মানুষকে বন্ধু বানাবেন না,যার জন্য নিজের চরিত্রে দাগ লাগে।
দিন শেষে কিন্তু চরিত্রটাই বড়!"
Freelancer Rameshor
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md Nurjaman Mia
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟