পরিবার মানে মনের তৃপ্তি,
প্রতিদিনে খুঁজে পাই সুখের স্মৃতি।
মায়ের মমতা, বাবার হাত,
ভাই-বোনের সঙ্গে আনন্দের রাত।
হাসি-কান্নার এই বন্ধন,
পরিবারই জীবনসঙ্গনের তরণ।
সব বাধা দূর করে কাছে টানে,
পরিবারই শান্তির ঠিকানা জানে।

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd