মোমবাতি যেমন আলো দিতে দিতে ধীরে ধীরে গলে যায়, মানুষও তেমনি জীবনের পথে অন্যদের জন্য কিছু করার চেষ্টায় নিজেকে ক্ষয় করে।
মোমবাতি নিজের চারপাশ আলোকিত করে, ঠিক যেমন একজন ভালো মানুষ অন্যদের জীবনে আশা জাগায়।
শেষ পর্যন্ত, মোমবাতি নিঃশেষ হয়ে যায়, কিন্তু রেখে যায় আলো। মানুষও একদিন চলে যায়, কিন্তু রেখে যায় স্মৃতি, ভালোবাসা আর কর্ম।
তাই আমাদের উচিত এমন জীবনযাপন করা, যেন শেষ হলে কেউ বলতে পারে— “সে ছিল আলো।”

MOHON DAS RAJ
コメントを削除
このコメントを削除してもよろしいですか?