পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে: 🚨 নয়াদিল্লিকে ইসলামাবাদের হুঁশিয়ারি

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) হুঁশিয়ারি দিয়েছে যে, আইনগত অধিকারভুক্ত পানির প্রবাহ বন্ধ বা পরিবর্তনের যেকোনো উদ্যোগকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

NSC একতরফাভাবে ভারত কর্তৃক ইন্দুস পানিবণ্টন চুক্তি বাতিল করার সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। এতে বলা হয়, পানি পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ এবং ২৪ কোটি মানুষের জীবনের প্রধান স্রোতধারা। পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় সর্বোচ্চ দৃঢ়তা দেখাবে।

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd