🔵 ইউএনআরডাব্লিউএ:
গত এক মাসে গাজায় প্রায় অর্ধ-মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বারবার স্থানান্তর হওয়ার ফলে ফিলিস্তিনিদের বসবাসের জন্য গাজার এক-তৃতীয়াংশেরও কম এলাকা অবশিষ্ট আছে, যা টুকরো টুকরো এবং অনিরাপদ।
এছাড়াও গাজার আশ্রয়কেন্দ্রগুলো অতিরিক্ত ভিড়ের কারণে করুণ অবস্থায় রয়েছে। সেবা প্রদানকারীরা তাদের কাজ করতে হিমশিম খাচ্ছে এবং অবশিষ্ট যে সম্পদ আছে, তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
#gaza #palestine #gazagenocide #unrwa

KothaBook.com
Visit : https://kothabook.com/
খুব শীঘ্রই মোবাইল অ্যাপ আসছে।
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?