রুদ্র ছোটবেলা থেকেই দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে। তার প্রতিভা থাকা সত্ত্বেও, গ্রামের ধনী লোক রতন তাকে বারবার অপমান করত। একদিন, রতন জনসম্মুখে রুদ্রকে "অযোগ্য" বলে বিদ্রূপ করল। রুদ্র প্রতিশোধ নেওয়ার সংকল্প করল, তবে সহিংস উপায়ে নয়।
রুদ্র কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে গেল। কিছু বছর পর, সে সফল ব্যবসায়ী হয়ে ফিরে এল। গ্রামের মানুষ তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানাল। রতন, যিনি তখন দেনার দায়ে জর্জরিত, রুদ্রের সাহায্য চাইতে এলো। রুদ্র সাহায্য করল, কিন্তু বিন্দুমাত্র অহংকার দেখাল না।
রতন বুঝল, প্রকৃত প্রতিশোধ হলো নিজের মূল্য প্রমাণ করা এবং অপমানের ঊর্ধ্বে উঠে ক্ষমা দেখানো।
Gorib 2.0
删除评论
您确定要删除此评论吗?
Tawhidul Islam
删除评论
您确定要删除此评论吗?