রিসেন্টলি ভারতের এই ইস্যুতে দেখলাম বাঙ্গুল্যান্ডের জনতা কেন্দে দিয়ে বুক ভাসাচ্ছে, কিরে সুশীলরা, ভারতে যে প্রতিদিন মুসলিমদের উপর একেরপর এক নিপীড়ন চালিয়ে যাচ্ছে, তাদের বাড়ীঘর, তাদের ইজ্জত নষ্ট করছে, উগ্র হেদুরা জয় শ-রী-রাম বলে বৃদ্ধ ইমামকে অপদস্ত করছে তখন থাকিস কই ভাই তোরা? হি-দু ইস্যু হলেই দয়ার শরীর গলে যায়, ফিলিস্তিন ইস্যু নিয়ে তাদের প্রতিদিন জঘন্যতম ট্রল চোখে পড়েনা? আমরাও কোন প্রকার হা©মলার পক্ষে নই, কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর কি করার।
#saveindianmuslims
