🚨 সমর্থকদের ‘ভয়’ দেখিয়ে চুপ করানো যাবে না — তারা ফুটবলের প্রাণ!
ফুটবল মানেই আবেগ, ভালোবাসা, উন্মাদনা। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকে সমর্থকরা — যাঁরা দিনরাত দল নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, হারে কাঁদে, জিতলে আনন্দে ভাসে!
২৩ এপ্রিল বাফুফের এক প্রেস বিজ্ঞপ্তিতে সমর্থকদের উদ্দেশে যেভাবে বার্তা দেওয়া হয়েছিল, তা আমাদের মতো সাধারণ ফুটবলভক্তদের চোখে একপ্রকার হুমকি হিসেবেই ধরা পড়েছে।
“কিছু বললে খবর আছে!” — এই সুরে লেখা কোনো বিবৃতি সমর্থকদের কণ্ঠরোধের চেষ্টা ছাড়া আর কিছু নয়।
⚽ সমর্থকরা শুধু খেলা দেখে না, তারা

md samim Molla
删除评论
您确定要删除此评论吗?