পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় রকিউজ্জামান রকি নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রকিউজ্জামান রকিকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। দেবীগঞ্জ পুলিশ ২৩ এপ্রিল রকিকে গ্রেপ্তার করে।
রকি দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

Alia Khan
コメントを削除
このコメントを削除してもよろしいですか?