প্রেম করবো কীভাবে, সব নায়ক তো বিবাহিত: দীঘি
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ঢালিউড সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো?
এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘প্রেম করব কীভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন- আ-রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি। আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি।' #বিনদন
#best #viral #foryou

MOHON DAS RAJ
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?