সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ এয়ারফোর্সের দ্বিতীয় গ্রাউন্ড মাস্টার-৪০৩ এয়ার ডিফেন্স রাডার ইনস্টল করা হয়েছে, রাডারের রেঞ্জ ৪৫০-৫০০ কিলোমিটার। চট্টগ্রামে ইনস্টলমেন্টের দরুন উক্ত রেঞ্জের আওতায় মিয়ানমারের সিটওয়ে পোর্ট, রাখাইন, ভারতের স্যাভেন সিস্টার্সের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ পশ্চিমবঙ্গের অনেকাংশই চলে এসেছে।
এই সমস্ত এরিয়া থেকে আসন্ন যেকোনো প্রকার এয়ার থ্রেট ডিটেক্ট করতে সক্ষম GM-403 রাডারটি।
