কেঁচি নিজে ঠিক করে না সে কী কাটবে — সেটা সম্পূর্ণ ব্যবহারকারীর ইচ্ছা ও উদ্দেশ্যের উপর নির্ভর করে। এটা অনেকটা হাতিয়ার বা শক্তির মতো — যেটা ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও। আসল বিষয়টা হলো, ব্যবহারকারী কতটা সচেতন ও দায়িত্বশীলভাবে সেটা ব্যবহার করছে।