পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই বন্দুকধারী নিহত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (আজাদ কাশ্মীর) থেকে দুই বন্দুকধারী ভারতে প্রবেশের চেষ্টা করেছিল।
ঘটনাটি ঘটে বুধবার ভোরবেলা, যখন পহেলগামে হামলার ১৫ ঘণ্টাও পার হয়নি।
ভারতীয় সূত্র অনুযায়ী, এই দুই বন্দুকধারী বারামুল্লা এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালায় এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়।

Md Nurjaman Mia
Deletar comentário
Deletar comentário ?