ছোট পর্দার অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক।
এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বান্টির বিয়ে’। নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। তবে এই নাটকের শুটিং সেট থেকে খোশগল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল। এ সময় নাটকের কনে চরিত্রে থাকা কস্টিউমে দেখা যায় তাকে, মজার ছলে ছলে বলেন নানা কথা।
তারই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল। এ সময় কেয়াকে বলতে শোনা যায়, ‘আমাকে অনেকেই বল, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপ এ, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।’
#best #viral #foryou #bdgirls #fashionshow #re
