ছাত্রজনতার ওপর গণহ'ত্যাকারী, ভা'র'তপন্থী স'ন্ত্রা'সী দল আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেয় রবি। মিছিলে সে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে চড়ে অংশ নেয়। কেসিসির সাবেক বিনা ভোটের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিল রবি।

Jilane Islam MJ
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?