হাসিনার আমলে করা ফাইয়াজের নামের মামলাটা এখনও প্রত্যাহার হয় নাই।
আসিফ নজরুল এখনও গ্রিন সিগন্যাল দেন নাই।
আজ ৮ মাসে আসিফ নজরুলের চেহারাতে তেল জমেছে কয়েক লিটার।
শার্ট ছেড়ে উনি আজকাল পাঞ্জাবী পরেন। বিরাট ক্ষমতাধর মানুষ।
ডিবি চিফকে সরাইয়া দেন। প্রকাশ্যে এসে মেঘনা আলমের পক্ষে কথা বলার সময় তার হয়।
অথচ এই ছেলেটার মামলা তোলার গ্রিন সিগন্যাল দেওয়ার সময় তার হয় না।
আওয়ামীলীগের সব আসামী ছাড়া পায়, ছাত্রলীগের পোলাপাইনের মামলা উঠে।
বিপ্লবীদের মামলা উঠে না।
এই হলো আমাদের সবার প্রিয় আসিফ নজরুল স্যারের অর্জন।
কংগ্রাচুলেশন!!

Md Arif Hossen
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Md Nurjaman Mia
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?