হামাস গাজা ছেড়ে যাওয়ার বিনিময়ে ২ বিলিয়ন ডলারের অফার প্রত্যাখ্যান করে দিয়েছে
মিশরের এক সাংবাদিক মোহাম্মদ খালের বলেছেন, হামাসের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, ৩০০ জন প্রধান হামাস নেতা গাজা ছেড়ে চলে গেলে তাদের জন্য ২ বিলিয়ন ডলার (প্রায় ২২ হাজার কোটি টাকা) দেওয়া হবে। এই টাকা দিত আরব উপসাগরের কিছু দেশের শাসকরা।
প্রস্তাবে আরও বলা হয়েছিল, হামাস নেতাদের বিদেশি নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হলে, তার থেকে তারা রক্ষা পাবেন।
কিন্তু হামাস এই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেয়। এমনকি এটা নিয়ে চিন্তাও করেনি তাঁরা।

Md Nurjaman Mia
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Md Nurjaman Mia
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?