🔴চীনের ওপর শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনসহ বহু দেশের ওপর একতরফাভাবে শুল্ক আরোপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও শুল্ক বসালে ট্রাম্প অসন্তুষ্ট হন এবং পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে, কিছু পণ্যে শুল্ক ২৪৫ শতাংশে গিয়ে ঠেকে। এতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয় এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়।

Md Nurjaman Mia
コメントを削除
このコメントを削除してもよろしいですか?