উজবেকিস্তানের ফারগানা শহরের বুওয়াইদা জেলার একটি মসজিদে একদল মুসলিম যুবককে জুমুআর নামাজ পড়তে বাধা দেয় উজবেক পুলিশ।
এর প্রতিবাদ করলে কয়েকজন যুবককে আটকও করা হয়।
ধর্মনিরপেক্ষ উজবেক সরকার ইসলামী কার্যক্রম সীমিত করার নীতি অব্যাহত রেখেছে, বিশেষ করে তরুণদের মধ্যে দ্বীনি চর্চা কঠোরভাবে দমন করছে।