কুয়েতে মসজিদের মূল অংশ বন্ধ, নামাজের সময় কমাতে ইমামদের নির্দেশ
কুয়েতের সব মসজিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মসজিদের ইমামদের নামাজের সময় কমানো, মসজিদের মূল অংশ বন্ধ রাখার জন্য বলা হয়েছে এ নির্দেশনায়। সংবাদমাধ্যম থেকে জানা গেছে বিদ্যুৎ সাশ্রয়ে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের মূল অংশ বন্ধ রাখতে বলা হয়েছে। মুসল্লিরা মূল জায়গার বদলে মসজিদের বাহিরের অংশে নামাজ পড়বেন। মসজিদের মূল বা ভেতরের অংশ শুধুমাত্র জুমার নামাজের সময় খোলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভেতরের অংশের এসির তাপমাত্রা ২২ ডিগ্রিতে রাখতে হবে। অপরদিকে মসজিদের বাইরের অংশে যদি এসি
