জীবন মানে চলার পথে, আলো-আঁধার খেলা,
কখনও হাসি, কখনও কান্না—সবই মিলে মেলা।
শুকনো পাতার ঝরে পড়া, বসন্তেরই ডাক,
দুঃখের মাঝে লুকিয়ে থাকে সুখের নরম ফাঁক।
উঠি যখন শিখর ছুঁই, গর্বে বুকটা ফাটে,
ভুলে যাই যে নিচে নামা, পথেই থাকে সাথে।
পড়ি আবার ধূলোর মাঝে, কাঁদে হৃদয়খানা,
তবু আশার দীপটা জ্বলে—ভাঙে না সে মানা।
পথের কাঁটা, বেদনার সুর, শেখায় নতুন গান,
পতনেরও মাঝে খুঁজে পাই, আশার একটুখানি ঘ্রাণ ।
উথান আর পতন মিলে, জীবন মানেই রং,
হাসি-কান্নার জলছবি, মনেই বাজে ঢং।

al amin farmer
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Ariful Ridoy
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟