মিশরের প্রভাবশালী সংবাদমাধ্যম Al-Sharq-এর প্রধান সম্পাদক Mohamed Khayal জানিয়েছেন, গাজ্জার মুক্তিকামীদের দলের প্রায় ৩০০ শীর্ষ নেতাকে গাজ্জা থেকে সরে যাওয়ার শর্তে এক বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাব অনুযায়ী, আরব উপসাগরীয় কয়েকটি শাসকগোষ্ঠী সম্মিলিতভাবে মোট ২ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর সঙ্গে ছিল বিদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিকভাবে immunity from prosecution—অর্থাৎ কোনো ধরনের বিচার বা শাস্তি থেকে সম্পূর্ণ দায়মুক্তির নিশ্চয়তা।

কিন্তু Khayal-এর ভাষ্যমতে, মুক্তিকামীরা বিন্দুমাত্র দ্বিধা না করে এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এমনকি তারা আলোচনার টেবিলেও বসেনি।

#hamas #gazagenocide #palestin

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd