এ যেন আরেক আওয়ামী কায়দায় ফ্যাসিস্ট কাজ কারবার। আওয়ামী লীগ যেমন জামায়াত শিবিরকে নিষিদ্ধ না করেই তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, তাদের কোন প্রকার মিছিল মিটিং করতে দিতো না, করলেই গ্রেফতার নির্যাতন করতো এ সরকারও ঠিক সেই ফ্যাসিজমের পথেই হাঁটছে।
আওয়ামীলীগ কি কোন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন? তাহলে তারা মিছিল মিটিং করতে পারবেনা কেন?
এখন কেউ কেউ বলবে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সন্ত্রাসী দল এজন্য তাদের মিছিল মিটিং করার কোন অধিকার নাই।
ঠিক আছে তাহলে তাদের মিছিল মিটিং এ সমস্যা হলে তাদেরকে নিষিদ্ধ করেন।
নিষিদ্ধ কেন করছেন না? আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে আরামসে তাদেরকে নিষিদ্ধ করা যায়। কিন্তু নিষিদ্ধ করছেন না
