তরুন বয়সে আরবী সাহিত্যের ছাত্র ছিলেন। যে হাতে কলমের আচড়ে লিখেছিলেন কবিতার বই। সেই হাত। সেই হাতেই একদিন তুলে নিয়েছিলেন মেশিন গান। জন্মভূমির আজাদীর তরে। কারাগারে কাটিয়ে দিয়েছেন পুরো যৌবন। বলেছেন, হামাস আমার সংসার। হামাস আমার সন্তান।

বুকে বয়ে নেয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কাপিয়ে দিয়ে গেছে তেল আবিবের জালিম শাহী। শেষ বয়সে। মরু সিংহ উমর মুখতারের মতো বলেছেন, আমরা লড়াই করি, হয় শহীদ হই, নতুবা গাজী। আমরা মাথা নত করি না।

জীবনের শেষ ৭২ ঘন্টা অনাহারে ছিলেন। মিল্লাতের সবাই যখন অনাহারে তখন তিনি টানেলে বিলাসী জীবন বেছে নেন নি। ময়দানে নেমে এসেছিলেন প্রিয় রাইফেল হাতে। আজরাইলের মতো ঝাপিয়ে পড়েছেন শত্রুর উপর। শেষ শক্তি দিয়ে লাঠি মেরেছেন জায়নবা

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd