৭১ টিভির মালিক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক ১ লক্ষ কোটি টাকা পাচারের অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ আছে, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে আশি হাজার কোটি টাকা জয় বাংলা করেছে,লীগের এই ঘনিষ্ট ব্যবসায়ী। শাপলা চত্তরে গণ/হ/ত্যার সাথে জড়িত হিসেবে মোস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

৭১ টিভি। যেমন তার সাংবাদিক তেমন তার মালিক। সাংবাদিক ফারজানা রুপা। ১০০০ কোটি টাকা তার একাউন্টে। মালিক মোস্তফা কামাল ১ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে।

এই লুটেরারা ৭১ এর চেতনা বেচে এই সবুজ বাংলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো লুট করেছে।

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd