#পাবনার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্ব
পাবনা বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা। এর নাম ‘পাবনদ্বীপ’ থেকে এসেছে বলে ধারণা করা হয়। মौर্য, গুপ্ত ও পাল রাজবংশের শাসনকাল থেকে এ জেলার ইতিহাসের শুরু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাবনার সাহসী ভূমিকা উল্লেখযোগ্য।
ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে ঈশ্বরদী রেলওয়ে জংশন (১৮৭৮), হার্ড স্কুল (১৯১৪) ও পালাগান-লোকসংগীত গুরুত্বপূর্ণ।
শিল্প, কৃষি ও শিক্ষাক্ষেত্রে পাবনার অবদান বিশাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পাকশী সুগার মিল ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০৮) এ জেলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।
#best #viral #foryou

Mohammad Mizan
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?