"এক কাপ চা"
প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে চা খেত।
চা ঠান্ডা হয়ে যেত, গল্পগুলো নয়।
একদিন ছেলেটা এল, চায়ের কাপ হাতে।
কিন্তু টেবিলের অপর পাশটা খালি।
মেয়েটা আর আসবে না, বলেই তো গেছে—
"ভালোবাসা চায়ে না, পাশে থাকার মানুষে খোঁজে।"
চা আজও ঠান্ডা হয়…
কিন্তু গল্পটা থেমে গেছে।
Ahmmed Shakhawat
コメントを削除
このコメントを削除してもよろしいですか?