সিংহ কিভাবে বনের রাজা হয়? সে চিতার মতো দ্রুত দৌঁড়াতে পারে না, বাঘের মতো থাবা নেই, জিরাফের মতো উচ্চতা নেই, শিয়ালের মতো বুদ্ধি নেই, গন্ডারের মতো শক্তি নেই, নেই হাতির মতো বিশাল দেহ।
তবুও সিংহ কেন বনের রাজা? কারণ তার গর্জন। সিংহ যখন হুংকার দেয় তখন আশেপাশের ৫ কিলোমিটার পর্যন্ত কেপে ওঠে।
সিংহের হুংকার ও তার লিডারশীপ এটিচিউড এর কারণে তাকে বনের অন্যান্য প্রাণি রাজা মেনে নিয়েছে।
আপনার মাঝে কি সফলতার এমন হুংকার আছে?
সফলতার গর্জন দিন এবং সেটাকে অর্জনে পরিণত করুন। আপনার ভেতরের গর্জনই বাইরের অর্জনে পরিণত হয়।

Md Mizanur Rahman
删除评论
您确定要删除此评论吗?
Md Nurjaman Mia
删除评论
您确定要删除此评论吗?
Mobarak Hossain
删除评论
您确定要删除此评论吗?