জীবনে অনেক বাধা আসবে।
অনেকেই বলবে – 'তুই পারবি না!'
কিন্তু আমি জানি, আমি থামার জন্য আসিনি।
আমি এসেছি জেতার জন্য।
আমার স্বপ্ন বড়, আর ইচ্ছাশক্তি আরও বড়!
হার মানা আমার রক্তে নেই।
আমি লড়বো – শেষ নিঃশ্বাস পর্যন্ত!
কারণ আমি জানি, একদিন ইতিহাস আমি নিজেই লিখবো!"