তোমার চোখে বসন্ত

রোদেলা এক বিকেল। নদীর পাড়ে বসে বই পড়ছিল মায়া। হঠাৎ পাশ থেকে একটি নরম কণ্ঠ ভেসে এলো, "এই বইটা আমিও পড়েছি। শেষটা খুব মন ছুঁয়ে যায়, না?"

মায়া তাকিয়ে দেখে, চশমা পরা এক যুবক দাঁড়িয়ে, নাম অরিন্দম। পরিচয় হলো, গল্প হলো। তারপর থেকে বিকেল মানেই নদীর পাড়, বই আর দু'জন মানুষ।

দিন কেটে গেল। একদিন অরিন্দম চুপচাপ একটা ছোট্ট খাম দিল মায়ার হাতে। ভেতরে লেখা—
"তোমার চোখে বসন্ত নেমেছে, আমি প্রতিদিন হারিয়ে যাই। মায়া, তুমি কি চাও আমি হারিয়ে যাই তোমারই মধ্যে?"

মায়া ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, সে-ও হারাতে চায়।


---

আরও গল্প চাইলে জানিও!

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd