এই জীবনে কি পেলাম??
জীবন আমাদের সবকিছু দেবে না--এটা সত্যি।অনেক স্বপ্ন অপূর্ণ থাকে, অনেক চাওয়া অধরাই থেকে যায়।কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকে?না।জীবন তার নিজের গতিতে এগিয়ে চলে,আর আমরা যদি বার বার হিসেব করতে থাকি কি পেলাম, কি পেলাম না--তবে সেই চলার পথে যে ছোট ছোট সুখের মূহুর্তগুলো আসে, সেগুলো মিস করে ফেলি।
প্রিয়জনের নিষ্পাপ হাসি ভালোবাসায় ভেজা একটি মূহুর্ত,ভোরের এককাপ চায়ের উষ্ণতা-- এই তো জীবন।
Md Nurjaman Mia
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?