হাদিস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজ করা বর্জন করলো না, আল্লাহর তার পানাহার ত্যাগে (রোযা রাখায়) কোনো প্রয়োজন নেই।"

(সহীহ বুখারী, হাদিস নম্বর: ১৯০৩)

ব্যাখ্যা:
এই হাদিসটি আমাদের শেখায় যে, শুধুমাত্র না খেয়ে থাকাই রোযা নয়, বরং রোযার আসল উদ্দেশ্য হলো আত্মসংযম ও চরিত্র গঠন। যদি কেউ রোযা রেখে মিথ্যা বলা, প্রতারণা, অন্যায় আচরণ চালিয়ে যায়, তবে তার রোযার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না।

আরো হাদিস বা কোনো নির্দিষ্ট বিষয়ে হাদিস চাইলে জানিও।

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd