হাদিস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজ করা বর্জন করলো না, আল্লাহর তার পানাহার ত্যাগে (রোযা রাখায়) কোনো প্রয়োজন নেই।"
(সহীহ বুখারী, হাদিস নম্বর: ১৯০৩)
ব্যাখ্যা:
এই হাদিসটি আমাদের শেখায় যে, শুধুমাত্র না খেয়ে থাকাই রোযা নয়, বরং রোযার আসল উদ্দেশ্য হলো আত্মসংযম ও চরিত্র গঠন। যদি কেউ রোযা রেখে মিথ্যা বলা, প্রতারণা, অন্যায় আচরণ চালিয়ে যায়, তবে তার রোযার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না।
আরো হাদিস বা কোনো নির্দিষ্ট বিষয়ে হাদিস চাইলে জানিও।
Wajid Nur
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?