---
গল্প: চালাক কাক ও পনিরের টুকরো
একদিন এক কাক খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছিল। অনেক খুঁজে, এক বাড়ির জানালার ধারে সে এক টুকরো পনির পেয়ে গেলো! সে সঙ্গে সঙ্গে সেটা ঠোঁটে নিয়ে উড়ে গিয়ে একটা গাছে বসলো।
তবে দূর থেকে এক শিয়াল সব দেখছিলো। সে ভাবলো, “এই পনিরটা যদি আমি খেতে পারতাম...”
শিয়ালটা খুব চালাক ছিলো। সে গাছের নিচে এসে বলল,
“ওহে রাজকাক, তুমি কত সুন্দর! তোমার পালক ঝকঝকে কালো! নিশ্চয়ই তোমার কণ্ঠস্বরও অসাধারণ! একবার গান শুনিয়ে দাও না!”
কাকটা তো খুশিতে আটখানা! সে ভাবলো, "আমি যদি গান গাই, সবাই বুঝবে
Arif Arian Official
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?