রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পনের টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পনের টাকা বেড়ে বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আমদানি বেড়েছে বাজারে। এই দামে ক্রেতারা অসুন্তুষ্ট হলেও খুশি পেঁয়াজ চাষীরা।
চাষিরা বলছেন, পেঁয়াজ চাষে হয়েছে প্রচুর খরচ, দেশের পেঁয়াজেই দেশের চাহিদা মেটানো সম্ভব, তাই প্রয়োজন নেই আমদানির। আর কৃষি বিভাগ বলছে কৃষকের কথা চিন্তা করে পেঁয়াজের খরচ বিবেচনায় একটি দাম নির্ধারনের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ীতে লক্ষ্যমাত্রা ছারিয়েছে পেঁয়াজ আবাদ। রাজবাড়ীতে এ বছর ৩৭ হাজার ২৮৩ হে

Md. Hanif
コメントを削除
このコメントを削除してもよろしいですか?