গোপালগঞ্জে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো রিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার,১৭ এপ্রিল, দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও পৌরসভার আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।
বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জ শহরে প্রায় ৫ হাজার অটোরিকশা চলাচল করে। পৌরসভার নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহরের ৫ টি স্থানে প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিতে হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনার বিচার চেয়ে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে


Md Nurjaman Mia
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Md. Hanif
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?