গাজীপুর মহানগরীর টঙ্গীতে শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেল ৪টার দিকে ৪৫ নং ওয়ার্ড এর পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় দুইটি শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
হত্যার ঘটনায় নিহত শিশুরা হল আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা বর্তমানে পূর্ব আরিচপুর এলাকায় জনৈক সানোয়ারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

naSim
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟