"এক মুঠো চাল"
এক দরিদ্র মহিলা প্রতিদিন এক মুঠো চাল আলাদা করে রাখত। কেউ জিজ্ঞেস করলে বলত, "এটা আল্লাহর জন্য।"
বছর শেষে সে এক বস্তা চাল জমিয়ে মসজিদে দিয়ে দিল। সবাই অবাক হয়ে বলল, "তুমি এত গরীব, তবু কিভাবে?"
সে বলল, "আল্লাহর জন্য দিলে তা কখনো কমে না, বরং বাড়ে।"
শিক্ষা:
সত্যিকারের দান বড় অঙ্কে নয়, বরং নিয়তে বড় হয়।
Mobarak Hossain
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?
naSim
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?