বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়ানমারে প্রেরিত উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলকে সশস্ত্র বাহিনী বিভাগের সংবর্ধনা প্রদান
ভূমিকম্পের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৫৫ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী ও মেডিকেল দল প্রেরণ করা হয়। পাশাপাশি, ৩০ মার্চ ২০২৫ থেকে ১২ এপ্রিল ২০২৫ পর্যন্ত তিন ধাপে পাঁচটি বিমান ও একটি নৌযানের মাধ্যমে সর্বমোট ১৫১.৫ টন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে । এর মধ্যে রয়েছে খাদ্য, ওষুধ, তাঁবু, বিশুদ্ধ পানী, কম্বল, পোশাক, স্বাস্থ্যবিধি সামগ্রী।

image

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd