প্রিয় বোন!
একজন পুরুষ মানুষ কখনো নারীতে আসক্ত হয় না, আসক্ত হয় নারীর গুণে, তার মমতায়, তার যত্নে, তার সরলতায়, তার দায়িত্বশীল মনোভাবে।

স্বামীকে এইসকল গুণে বিমোহিত করার প্রয়াস করো, দেখবে- দিনশেষে যেই মানুষটাকে গুলি করে হত্যার ভয় দেখিয়েও নিজের করতে পারতে না,

সেই মানুষটাই স্বেচ্ছায় নিজেকে তোমার হাতে সমর্পণ করবে।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd