একটা ছেলে নাম তার মিন্টু,
প্রয়োজনে সে করে জিনিস পিন্টু!
যারে দেখে না মাসের পর মাস,
দরকার হলে ফোন দেয় দশবার পাশ!
"ভাইরে তুই আমার জান,
তোকে ছাড়া চলে না পান!"
দু’দিন পরে দরকার ফুরায়,
পিয়জন ভাই তখন আর ঘুরায়!
চেনার ছন্দে বাজায় বাঁশি,
আবার পরে হয় সে খাঁটি চাঁদমাসি।
যারে নিয়ে করতো গান,
তারেই কয়, “ভাই, ব্যস্ত খানিকটান!”
প্রয়োজনে প্রেম, আর পরে ভ্রুক্ষেপ নাই,
এইভাবে পিয়জনের নাটক সবটাই।
তাই বলি ভাই, দেখে চিন,
কে আসল প্রিয়জন
