সিরাজগঞ্জের উল্লাহপাড়ার ঘটনা, ওই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না, এ নিয়ে অনেক ঝগড়া, এমনও রাত গেছে বৃদ্ধা সারারাত উঠানে ছিল, ছেলেরা দরজা খুলে ঘরে নেয় নি। আত্মাহত্যার দিন সকালে দুছেলের বউ এর সাথে খুব ঝগড়া হয়,

এবং তাকে বাড়ি ছেড়ে বেড়িয়ে যেতে বলে, ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়।

এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল কিছু খান নাই। দুপুরে আত্মহত্যা করে।😢

হাই আফসোস!

এই সন্তানদের যে বাবা লালনপালন করে এতো বড় করল, এখন বৃদ্ধ বয়সে এসে সেই বাবা তাদের বোঝা হয়ে গেলো,একবেলা খাবার আর থাকতে দেয়ার মতো জায়গা ও তাদের কাছে ছিলো না।😓

image
image
image

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd