নরসিংদীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ মঙ্গলবার বেলা ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় বিএমএসএফ নরসিংদী জেলার নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ,কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পাও ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়ে থাকলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকা

image

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd