চারদিকে উৎসবের ডাকহাক।
কেউ এসেছেন চট্টগ্রাম থেকে কেউ বা সিলেট থেকে। এভাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুলিকুন্ডা গ্রামের একটি স্কুল মাঠের মেলায় জড়ো হয়েছেন দুই শতাধিক ব্যবসায়ী। সবারই পসরা শুঁটকি।
নাসিরনগরের এ মেলার ঐহিত্য দীর্ঘদিনের।
বরাবরে মতো এবারও পহেলা বৈশাখ ঘিরে মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী এই মেলা। মেলার প্রধান পণ্য শুঁটকি। বর্তমানে বাংলা সনের দ্বিতীয় দিনে এ মেলা শুরু হয়। যদিও পুরোনো পঞ্জিকা অনুযায়ী দিনটি পয়লা বৈশাখ।
